প্রতিদিন ২৪ ডেস্ক
সাতক্ষীরার
ভোমরা স্থলবন্দর থেকে শুক্রবার যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিপুল ভারতীয় পণ্য আটক
করেছে বিজিবি।
তবে ওই সময়
কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।
আটক মালামালের
মধ্যে রয়েছে ২৮ হাজার ৭০৭টি যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট, ৯২ হাজার
সিটিরাজিন ট্যাবেলট, ৫২ হাজার ৬০০ নিমুসিলাইড ট্যাবলেট, ১৩ হাজার ৩০০
টিটেনাস ইনজেকশন, ৬৫৫টি প্যারালাইডক্সিন আইওডাইড ইনজেকশন এবং উন্নত
মানের (প্রতিটি ১০ হাজার টাকা মূল্যের) ১০টি জর্জজেট শাড়ি।
বিজিবি ৩৮
ব্যাটালিয়নের ভোমরা ক্যাম্পের নায়েক সুবেদার আবুল কাশেম জানান, বেলা ১২টার
দিকে সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের উপস্থিতিতে ভোমরা
স্থলবন্দরের ইসলামিয়া ট্রান্সপোর্টের মালিকানাধীন একটি পেঁয়াজের আড়তে অভিযান
চালানো হয়।
সেখান থেকে
১৮টি বস্তায় রাখা ভারতীয় ওষুধ ও জর্জেট শাড়িগুলো উদ্ধার করা হয়।
আটককৃত
মালামালের মূল্য এক কোটি ৩৮ লাখ ৯০ হাজার ৪২০ টাকা হিসাব করা হয়েছে বলে জানান
বিজিবি কর্মকর্তা।
এ আড়তের
মালিক এরশাদ ও আলমের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।