প্রতিদিন ২৪ ডেস্ক
ভিসা সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন কারণে ৮০
বাংলাদেশি শ্রমিককে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে শুক্রবার রাতে ফেরত পাঠানো
হয়েছে।
রাত সাড়ে ৮টায় ফ্লাই দুবাইয়ের একটি বিমানে এসব শ্রমিক চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
রাত সাড়ে ৮টায় ফ্লাই দুবাইয়ের একটি বিমানে এসব শ্রমিক চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
ভিসা সংক্রান্ত জটিলতায় এদের অনেকেই আমিরাতের কারাগারে সাজা ভোগ করেছেন। এছাড়া কয়েকজন ভিজিট ভিসার যাত্রীও রয়েছেন।
ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোহাম্মদ শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ৮০ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের কেউ কেউ কারাগারে সাজা ভোগ করেছেন।”
প্রায়ই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ভুয়া ভিসায় যাওয়া যাত্রীদের ফেরত পাঠানো হয় জানিয়ে তিনি বলেন, “আজকের সংখ্যাটা একটু বেশি।”
ফেরত আসা কয়েকজন বাংলাদেশি সাংবাদিকদের জানান, ভিসার মেয়াদ উত্তীর্ণ এবং এক কাজের ভিসা নিয়ে অন্য কাজ করার কারণে অথবা এক প্রতিষ্ঠানের অধীনে গিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজে যুক্ত হওয়ার তাদের ফেরত পাঠানো হয়েছে।
ফ্লাই দুবাইয়ের ওই বিমানে ১২৪ জন যাত্রী ছিলেন।
No comments:
Post a Comment