প্রতিদিন ২৪ ডেস্ক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুই সাংবাদিককে বেদম পিটিয়েছে
পুলিশ। শনিবার রাত নয়টায় এই ঘটনা ঘটে। পুলিশের হাতে নিগৃহীত এই দুই সাংবাদিক হলেন
দৈনিক সমকালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাসুম বিল্লাহ এবং দৈনিক কালের কণ্ঠের
ফিচার বিভাগের প্রতিবেদক পিন্টু রঞ্জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা জানিয়েছেন,
সোহরাওয়ার্দী উদ্যানে বখাটেদের
হাতে নারী লাঞ্ছনার অভিযোগের সত্যতা জানতে চাওয়ার পর সেখানে কর্তব্যরত তিন পুলিশ
কনেস্টবল মাসুম ও পিন্টুকে প্রচণ্ড ক্ষিপ্ত হতে পেটায়। এ সময় পুলিশ দাবি করে, কল্পিত অভিযোগের নামের
সাংবাদিকরা আতঙ্ক ছড়াতে চায়।
কনেস্টবল তিনজনের নাম হচ্ছে শাহজাহান, সুমিত ও সোহানুর।
আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় ঢাকা
বিশ্ব বিদ্যালয়ের সাংবাদিকরা ভিসি আআমস আরেফিন সিদ্দিকের সঙ্গে দেখা করেছেন। তিনি
এই ঘটনাকে দুঃখজনক অভিহিত করে সাংবাদিকদের কোনো কর্মসূচি না দেয়ার আহবান জানান।
এদিকে রমনা জোনের ডিসি কৃষ্ণপদ রায় বলেন, ‘‘ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত ও
দুঃখজনক। কয়েকজন কনেস্টবল এই ঘটনায় জড়িত বলে শুনেছি। তবে বিশ্ববিদ্যালয়ের
সাংবাদিকরা লিখিত অভিযোগ দিলে ঘটনার তদন্ত হবে।’’
এছাড়া পৃথক একটি ঘটনায় চাঁদাবাজির অভিযোগে এএসআই জুলফিকারকে ক্লোজড করা
হয়েছে। তিনি ইসমাইল ও মিলন নামের দুই যুবকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক
এলাকায় দোকানদারদের কাছ থেকে চাঁদাবাজি করতেন।
No comments:
Post a Comment