প্রতিদিন ২৪ ডেস্ক
বাংলা নববর্ষকে বরণ করতে বর্ণিল সাজে সেজেছে সিলেটের শাহজালাল
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীসহ সব বয়সের নারী-পুরুষ শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা বাহারি রঙের
শাড়ি-পাঞ্জাবি পড়ে ক্যাম্পাসে জড়ো হতে থাকে।
মেয়েদের রেশমি চুড়ি-ফিতা, লাল টিপ, বাহারি রঙের শাড়ি, বৈশাখী ফতোয়া, ছেলেদের পাঞ্জাবি, টি শার্ট কারো লুঙ্গিতে হেসে
উঠেছে পুরো ক্যাম্পাস। আবার কারো ধুতি, খড়মে ফুটে ওঠে
সংস্কৃতি।
নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের
আয়োজনে সকাল ১০টার দিকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
ঢাক-ঢোল, ভুভুজেলা, হৈ-হুল্লোড় ও বিভিন্ন ধরনের
গানে পুরো ক্যাম্পাসে বিরাজ করে উৎসবের আমেজ। শোভাযাত্রা শেষে বাঙালির ঐতিহ্যবাহী
খাবার পান্তা-ইলিশের আয়োজন ছিল প্রায় সব বিভাগে।
‘এসো হে বৈশাখ, এসো এসো’ রবি ঠাকুরের গান কবিতার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের
একাডেমিক ভবন আঙ্গিনায় শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। এর আয়োজন করে বাংলা বিভাগ।
বর্ষবরণের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন
বিভাগ ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সম্মিলিত সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবক
জোটের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল পৌনে তিনটা থেকে শুরু হয় বাউল সঙ্গীত, নোঙ্গর এবং রিম মিউজিক্যাল
ক্লাবের পরিবেশনায় কনসার্ট।
এসবের ফাঁকে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। এই
মেলায় বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন ও
বিভিন্ন বিভাগের স্টলগুলোতে বাহারি রঙের মুখোশ, রঙ বেরঙের টিশার্ট ও ফতোয়া, শিশু-কিশোরদের খেলনা, আলপনা, মেয়েদের সাজ-সজ্জা ও লোকজ
সামগ্রী দিয়ে সাজানো হয়।
এছাড়া, স্থাপত্য বিভাগের
ব্যবস্থাপনায় একাডেমিক ভবনের সামনে এবং কেন্দ্রীয় খেলার মাঠে বেলা দু’টা থেকে ঘুড়ি উৎসব, মোরগের লড়াই, সাপের খেলা, বানরের নাচ, পুতুল নাচ, ও চিত্র প্রদর্শনী হয়
No comments:
Post a Comment