প্রতিদিন ২৪ ডেস্ক
প্রথম আলোসহ চারটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের রিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ
চেয়ে মানহানির মামলা করেছে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি।
রোববার দুপুরে ডেসটিনি প্রধান রফিকুল আমিন চতুর্থ যুগ্ম জেলা জজের আদালতে এ মামলাটি করেন।
চতুর্থ যুগ্ম জেলা জজের আদালতে করা এ মামলায় প্রথম আলো, যুগান্তর, নয়াদিগন্ত ও যায়যায়দিনের সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদকসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
বিচারক এস এইচ আল শামস জগলুল হোসেন বিবাদীদের আগামী ১০ জুন আদালতে হাজির হতে বলেছেন।
বিবাদীরা হলো- নয়াদিগন্তের সম্পাদক মো. আলমগীর মহিউদ্দিন, প্রকাশক শামসুল হুদা, দিগন্ত প্রিন্টার্স, প্রতিবেদক সামসুজ্জামান নিপু, যুগান্তরের সম্পাদক ও প্রকাশক সালমা ইসলাম, নির্বাহী সম্পাদক সাইফুল আলম, যমুনা প্রিন্টার্স, প্রতিবেদক গোলাম মাওলা, প্রথম আলোর সম্পাদক প্রকাশক মতিউর রহমান, ট্রান্সকম লিমিটেড, যায়যায়দিনের সম্পাদকমণ্ডলীর সভাপতি সাঈদ হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রোকন উদ্দিন ও প্রতিবেদক খায়রুল ইসলাম।
গত কয়েক দিনে বিভিন্ন সংবাদপত্রে ডেসটিনি গ্র“পের ‘অবৈধ ব্যাংকিং’ নিয়ে খবর প্রকাশ হয়। এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ডেসটিনিসহ এমএলএম কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
মামলায় বাদী পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই চারটি দৈনিক সপ্তাহজুড়ে বিভিন্ন তারিখে মিথ্যা তথ্য দিয়ে ডেসটিনিকে ব্যবসায়ীকভাবে ধ্বংস করার জন্য মানহানিকর বিভিন্ন খবর প্রকাশ করেছে। এতে ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার পাশাপাশি ব্যবসায়ীকভাবেও ক্ষতির শিকার হয়েছে প্রতিষ্ঠানটি।
এ জন্য পাঁচ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডেসটিনির পক্ষ থেকে মামলাটি করা হয়েছে বলে জানান তিনি।
No comments:
Post a Comment