এপিএস-এর গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার ঘটনার রহস্য উদঘাটনে সংসদীয় তদন্ত
কমিটি গঠনে বাধা দিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। মন্ত্রণালয়ের তদন্ত কমিটির
বাইরে আর কোন তদন্ত কমিটির প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে
হাইকোর্টের একজন বিচারকের অধীনে তদন্ত কমিটি গঠনের
প্রস্তাবকেও নাকচ করে দেন
মন্ত্রী। এদিকে ওই ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের গঠিত দু’টি কমিটি প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল বিএনপি। তবে
এ ঘটনাকে যে কোন সরকারের জন্য দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী।
গতকাল সংসদ সচিবালয়ে রেল মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব
তথ্য জানানো হয়। বৈঠক শেষে কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম বলেন, মন্ত্রীর বাধার কারণে শেষ পর্যন্ত সংসদীয় কমিটি ওই
ঘটনা তদন্তে কমিটি গঠন করতে পারেনি। বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ৭০ লাখ টাকাসহ রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের
এপিএস ওমর ফারুক তালুকদার ও বাংলাদেশ রেলওয়ের জিএম (পূর্বাঞ্চল) ইউসুফ আলী মৃধা
মঙ্গলবার আটক হন। বৈঠকে যা হয়েছে: গতকাল বৈঠকের শেষ দিকে ওই ঘটনা তুলে ধরেন বিরোধী দলীয় এমপি রেহেনা আক্তার রানু। তিনি বলেন, মন্ত্রী হওয়ার পরে রেলমন্ত্রী বলেছিলেন, রেলখাতে দুর্নীতির কালো বিড়াল বের করে আনা হবে। সেই বিড়ালই কি তাহলে মন্ত্রীর এপিএস এর গাড়িতে ধরা পড়লো? বৈঠকে তিনি আরও বলেন, এতে মন্ত্রী ও মন্ত্রণালয়ের ইমেজ ক্ষুণ্ন হয়েছে। মন্ত্রী হওয়ার আগে এবং পরেও শেয়ারবাজারসহ নানাখাতের দুর্নীতি নিয়ে সংসদে কথা বলেছেন আর এখন তার ক্ষেত্রে এগুলো কি হচ্ছে! প্রশ্ন রেখে তিনি বলেন, মন্ত্রীর এপিএস হয়ে কিভাবে তিনি সংসদের স্টিকার ব্যবহার করতে পারেন। বাতাসে এখন অনেক কথা শোনা যাচ্ছে।
No comments:
Post a Comment