স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী
হত্যাকাণ্ডের অগ্রগতি তদন্তের স্বার্থে বলা যাবে না, বললে
অসুবিধা আছে। আজ বুধবার বাড্ডা থানার পুরান ভবনে স্থাপিত ঢাকা মহানগর পুলিশের
(ডিএমপি) ভাটারা থানার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাহারা
খাতুন এ
কথা বলেন। এ নিয়ে ডিএমপিতে থানার সংখ্যা দাঁড়াল ৪৩। চলতি মাসে ডিএমপিতে আরও ছয়টি থানার উদ্বোধন করা হবে।
সাগর-রুনি হত্যাকাণ্ডের দুই মাস হয়ে গেলেও এর অগ্রগতি কী হলো—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁদের তদন্তের অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। তদন্তে অগ্রগতি হচ্ছে। কিন্তু মামলার তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না। তা ছাড়া অগ্রগতি দেখা যায় না। সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার তদন্তে সৌদি প্রতিনিধিদল অসন্তুষ্ট—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিরুত্তর থাকেন। তবে এ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, মাঠ পর্যায়ে যারা কাজ করছে সৌদি প্রতিনিধিদলের সঙ্গে তদন্ত নিয়ে তাদের কথা হয়েছে। এতে তারা সন্তুষ্ট হয়েছেন। দেশে আসা ওই সৌদি প্রতিনিধিদলের সঙ্গে তদন্ত কর্মকর্তাদের যোগাযোগ হচ্ছে। শিগগিরই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে বলে জানান আইজিপি।
No comments:
Post a Comment