প্রতিদিন ২৪ ডেস্ক
মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভূক্ত হতে মন্ত্রণালয়ের ফরম গেজেট আকারে
প্রকাশের সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী
কমিটি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৪১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৪১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় সূত্র জানায়, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আলাদা ফরম দেওয়ায় এ সুপারিশ করা হয়েছে।
এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর কমিটির ৩৪তম বৈঠকে কমান্ড কাউন্সিলের ফরম নিয়ে ক্ষোভ প্রকাশ করে কমিটি। সেসময় কমিটি অভিযোগ করেছিলো কাউন্সিল মন্ত্রণালয়ের কাজে হস্তক্ষেপ করেছে।
উল্লেখ্য, কমান্ড কাউন্সিলের সরবরাহ করা ফরম প্রায় ১৮ পৃষ্ঠার। অন্যদিকে মন্ত্রণালয়ের ফরম মাত্র দুই পৃষ্ঠার। কাউন্সিলের ফরমকে জটিল বলেও আখ্যায়িত করেছে কমিটি।
সূত্র জানায়, কাউন্সিলের দেওয়া ফরম এখনো বহাল থাকায় মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়।
বৈঠকে মুক্তিযোদ্ধারা যাতে নির্ধারিত ফরমটি পূরণ করে নিবন্ধনের আবেদন করতে পারে তা নিশ্চিত করতে প্রচারণামূলক কর্মকা- চালানোর ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।
বৈঠকে উপজেলাগুলোতে শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র একই জায়গায় অথবা পাশাপাশি নির্মাণ করা যায় কি না তা খতিয়ে দেখার সুপারিশ করা হয়। একই সঙ্গে এ কাজের জন্য ভূমি অধিগ্রহণ এবং বাজেট অনুমোদনের বিষয়টি শেষ করার পরামর্শ দেওয়া হয়।
কমিটি সভাপতি রফিকুল ইসলাম, বীর উত্তম বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটি সদস্য জয়নাল আবদিন, শামসুর রহমান শরীফ ও ওয়ারেসাত হোসেন বেলাল বৈঠকে অংশ নেন।
No comments:
Post a Comment