Thursday, April 19, 2012

নিখোঁজ হওয়ার দু’দিন পরও পুলিশ কোনো সন্ধান দিতে পারেনি


প্রতিদিন ২৪ ডেস্ক
বাংলাদেশে বিরোধীদল বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার দুদিন পরও পুলিশ তার কোনো সন্ধান করতে পারেনি।
বিএনপির একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে ইলিয়াস আলীকে জীবিত উদ্ধারের দাবি জানিয়েছে।


অন্যদিকে নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকায় বিএনপির সমাবেশ শেষে দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। ইলিয়াসের নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকায় দলটির নেতা-কর্মীরা নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন ।

কিন্তু সমাবেশ শেষে বিএনপির নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা করলেই পুলিশ লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তা পন্ড করে দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
তিনি জানান, তাদের কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন । তবে পুলিশ বলছে, মিছিল থেকে যানবাহন ভাঙচুর করা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে ।
 
এদিকে , নিখোঁজ হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রীর দায়ের করা একটি রিট মামলায় হাইকোর্ট কারণ দর্শানোর নোটিশ জারি করেছে ।  ইলিয়াস আলীকে অবৈধভাবে আটক করে না রাখার বিষয়টি নিশ্চিত করতে কেন তাকে আদালতে হাজির করা হবে না , এই মর্মে স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের আইজির প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে আদালত।

পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, নিখোঁজ ওই রাজনীতিকের সন্ধানে র্যাব এবং পুলিশের কয়েকটি টিম কাজ করছে । গোয়েন্দা সংস্থাগুলোও মাঠে নেমেছে। সর্বাত্নক চেষ্টা চালানো হচ্ছে বলেই তিনি উল্লেখ করেছেন।

গোয়েন্দা সংস্থা বা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীগুলোই ইলিয়াস আলীকে গুম করতে পারে বা অবৈধভাবে আটক করে রাখতে পারে, এমন সব অভিযোগ বিএনপি তুলেছে।
তবে এব্যাপারে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, “এ পর্যন্ত এমন কোনো প্রমাণ আমি পাইনি। এ মূহুর্তে এ ধরনের অভিযোগের কোন ভিত্তি আছে বলে আমি মনে করি না।
বৃহস্পতিবার সকালে বিএনপির একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে দেখা করেছেন । বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান , তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ইলিয়াস আলীকে জীবিত উদ্ধারের দাবি জানিয়েছেন ।
ইলিয়াস আলীকে সরকারি বাহিনী গুম করে থাকতে পারে বলে তাদের যে আশংকা , সেটাও তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার এই ঘটনায় সরকার বিব্রত। তবে তাকে খুঁজে বের করতে সরকার যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, সেগুলো তিনি বিএনপি নেতাদের জানিয়েছেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বিষয়টিকে নিয়ে রাজনৈতিক পরিস্থিতি যেন অস্থিতিশীল করা না হয়, সে ব্যাপারেও তিনি বিএনপি নেতাদের অনুরোধ জানিয়েছেন।
অন্যদিকে , ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট বিভাগে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। সূত্র: বিবিসি।

No comments:

Post a Comment