প্রতিদিন ২৪ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারতের সঙ্গে
সু-সম্পর্ক চায়। বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয়
হাই কমিশনার পংকজ শরণের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন।
বৈঠক শেষে শমসের মবিন চৌধুরী ও পংকজ শরণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
পংকজ শরণ বাংলাদেশে যোগদানের পর এই প্রথম বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। খালেদা জিয়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
তিনি দুই দেশের মধ্যে অমিমাংসিত বিষয়গুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের ব্যাপারেও গুরুত্ব দেন। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের ব্যাপারেও দুদেশ এক সঙ্গে কাজ করে যাবে বলে তারা আশা প্রকাশ করেন। খালেদা জিয়া যে কোনো সময় ভারতের যে কোনো নেতার সঙ্গে বৈঠকের ব্যাপারেও মত দেন।
পংকজ শরণ বলেন, “আমি কিছুদিন আগে বাংলাদেশে কাজে যোগ দিয়েছি। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে এটাই আমার প্রথম সাক্ষাত। আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।
খালেদা জিয়া পংকজ শরণের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সোনিয়া গান্ধীর সুস্বাস্থ্য কামনা করে তাদের ধন্যবাদ জানান।
বৃহস্পতিবার রাতের ওই বৈঠকে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment