প্রতিদিন ২৪ ডেস্ক
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে (আঙ্কটাড ৮) যোগ দিতে
চারদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার কাতারের রাজধানী দোহার
পথে রওনা হয়েছেন।
শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।
শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের স্থানীয় সময় বেলা ১১টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ২টা ২৫ মিনিট) দোহায় পৌঁছানোর কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শুক্রবার সকালে এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান, পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
মন্ত্রিপরিষদ সচিব, ঢাকায় কাতারের রাষ্ট্রদূত, তিনবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত থাকেন।
কাতারের দোহায় সম্মেলন ২১ থেকে ২৬ এপ্রিল দোহায় অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের বাণিজ্য, বিনিযোগ ও উন্নয়ন বিষয়ক স্থায়ী আন্তঃসরকার সংস্থা আঙ্কটাড’র এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
এছাড়া টেকসই উন্নয়নের বিনিয়োগের ভূমিকা এবং নারী উন্নয়ন বিষয়য় ‘ওয়ার্ল্ড লিডারস ইনভেস্টমেন্ট’ সম্মেলনেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সম্মেলনে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ উন্নয়নের জন্য বিনিযোগ উৎসাহকরণে নিয়োজিত সংস্থাগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘বিনিয়োগ উন্নয়ন পদক ২০১২’ দেবে।
সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, বাণিজ্যমন্ত্রী গোলাম মুহাম্মদ কাদের, পররাষ্ট্রমনি ডা. দীপু মনি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ডা. শিরীন শারমিন চৌধুরী প্রমুখ। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল থাকছেন। কাতার ন্যাশনাল সেন্টারে অনুষ্ঠেয় এবারের সম্মেলনকালে প্রধানমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
No comments:
Post a Comment