Friday, April 20, 2012

পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে


প্রতিদিন ২৪ ডেস্ক
 রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
তেল বিক্রির কমিশন বাড়ানোসহ বেশ কয়েকটি দাবিতে তার এ ধর্মঘটের ডাক দিয়েছিল। 
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। 


পরিষদের আহ্বায়ক মো. নাজমুল হক  বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির ডাকা হরতালের কারণে এই ধর্মঘট স্থগিত করা হয়েছে। পরে কর্মসূচি ঘোষণা করা হবে।
গত শনিবার রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বাণীতে পরিষদের এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক মো. নাজমুল হক।

তাদের দাবিগুলো হলো১. সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কমিশন নির্ধারণ। ২. প্রয়োজনীয় স্থানে ট্যাঙ্কলরি টার্মিনাল নির্মাণ। ৩. ট্যাঙ্কলরির ভাড়া বৃদ্ধি ও ৪. ট্যাঙ্কলরি চালকদের ৫ লাখ টাকার বীমা চালু করা।

No comments:

Post a Comment