কোন হত্যার দায় রাষ্ট্র এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। সকালে মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত সেমিনারে তিনি বলেন, রাষ্ট্রের উচিত প্রতিটি নাগরিকের নিরাপত্তা
বিধান করা। বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিধান করা। বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শুধু ইলিয়াস আলী নন, যেকোনো নাগরিক নিখোঁজ হয়ে গেলে তাঁকে খুঁজে বের করা এবং সত্যটা বের করাও
সরকারের দায়িত্ব বলে মত প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.
মিজানুর রহমান ।
তিনি বলেন, “যে দল বা মতের হোক রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। এই অধিকার নাগরিকের সাংবিধানিক অধিকার। আমি কমিশনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বানও জানাই।”
তিনি বলেন, “যে দল বা মতের হোক রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। এই অধিকার নাগরিকের সাংবিধানিক অধিকার। আমি কমিশনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বানও জানাই।”
No comments:
Post a Comment