Friday, April 20, 2012

পরীক্ষা স্থগিত এ ব্যাপারে শনিবার বিকালে সিদ্ধান্ত


প্রতিদিন ২৪ ডেস্ক
বিএনপির ডাকা হরতালের কারণে রোববারে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হবে কী-না এ ব্যাপারে শনিবার বিকালে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
 মন্ত্রনালয় ও শিক্ষা বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত বিকালে পাওয়া যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা
নিয়ন্ত্রক অধ্যাপক শেখ ওয়াহিদুজ্জামান শনিবার  বার্তা২৪ ডটনেটকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক বিবৃতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারীদের অসুবিধা বিবেচনা করে বিরোধীদলের ডাকা রোববারের হরতাল কর্মসূচি পুনর্বিবেচনার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন।
 অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার কথা বিবেচনা করে বিএনপির ডাকা রোববারের হরতাল প্রত্যাহার করার আহবান জানিয়েছেন।

তবে বিএনপির পক্ষ থেকে হরতাল প্রত্যাহার করার ব্যাপারে কোনো আশ্বাস পাওয়া যায়নি। দলটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় তারা এ হরতালের ডাক দেয়।
 জানা গেছে, উপজেলা পর্যায়ে পরীক্ষার্থীরা হরতালের সময় খুব বেশি সমস্যা না হলেও জেলা ও মহানগর পর্যায়ে পরীক্ষার্থীরা পড়বে চরম বেকায়দায়। এসব বিষয় বিবেচানা করে রোববার সব বোর্ডের পরীক্ষা স্থগিত করার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়।
 বৃহস্পতিবার সিলেটে হরতালের কারণে এ বোর্ডে পরীক্ষা স্থগিত করা হয়।

এ ছাড়া রোববার সব বোর্ডেই পরীক্ষা আছে।  রুটিন অনুযায়ী রোববার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বিকাল ২টা থেকে পরিসংখ্যান, সাধারণ বিজ্ঞান এবং খাদ্য পুষ্টিবিজ্ঞান রসায়ন প্রথমপত্র, সাধারণ বিজ্ঞান এবং খাদ্য পুষ্টিবিজ্ঞান জীববিজ্ঞান প্রথমপত্র, ক্রীড়া প্রথমপত্র এবং সকালে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রাকটিস প্রথমপত্র, সমরবিদ্যা প্রথমপত্র ও গার্হস্থ্য অর্থনীতি প্রথমপত্রের পরীক্ষা রয়েছে।
 এবার ১০টি শিক্ষা বোর্ডে মোট নয় লাখ ২৬ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

No comments:

Post a Comment