Wednesday, April 4, 2012

রাজধানীর ফার্নিচার মাকের্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২০০ দোকান



প্রতিদিন ২৪ ডেস্ক
রাজধানীর পান্থপথ এলাকায় ফার্নিচার মাকের্টে রোববার রাত ২টা ৫মিনিটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শতাধিক দোকান পুড়ে
গেছে 
এদিকে আগুনের লেলিহান দোকানের পাশে একটি ফ্লাটে ছড়িয়ে পড়লে এলাকার মানুষ আতঙ্ককে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে 
বর্তমানে ওই এলাকার অনেক মানুষ নিরাপদ আশ্রয় হিসেবে বসুন্ধরা সিটির সামনে অবস্থান করছেন
এদিকে দমকল বাহিনীর ৪স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়
এ ঘটনায় বাংলাদেশ দমকল বাহিনীর পরিচালক (অপারেশন) মেজর মাহাবুব জানানপ্রাথমিকভাবে আগুনের কোনো সূত্রপাত আমরা খুঁজে পাইনি। সেই সঙ্গে এখনও ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট পরিমাণ বলা সম্ভব হচ্ছেনা। তবে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে
তিনি আরও বলেনআমরা এ পর্যন্ত হতাহতের কোনো খবর পায়নি
এ ঘটনায় আগুনে পুড়ে যাওয়া কাওছার ফার্নিচারের মালিক শাহআলম অভিযোগ করে বলেনআগুন লেগেছে পৌনে দুইটায় । আমরা দমকল বাহিনীকে বারবার জানানোর পরেও তারা সঠিক সময়ে আসেনি। আসলে হয়তোবা অনেক কিছু বেঁচে যেতো
তিনি আরও বলেছেনফার্নিচারের দোকানের অনেক কর্মচারী দোকানেই ঘুমায় তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কিছু কবলা যাচ্ছেনা
এদিকে আগুন লাগার খবর শুনে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন

No comments:

Post a Comment