প্রতিদিন ২৪ ডেস্ক
বাউসী ইউনিয়নের বাইশদার গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে। শিশুটি এলাকার রূপগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
রূপগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সুলতান আহম্মেদ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েটি ছবি তুলতে বাউসী বাজারে নৌশিন স্টুডিওতে যায়। এ সময় স্টুডিওর মালিক একই ইউনিয়নের পূর্বদত্ত খিলা গ্রামের তাহেরুল ইসলামের ছেলে ফরিদ আহম্মেদ শুভ্র (৩২) তাকে একা পেয়ে স্টুডিওর ভিতর ধর্ষণ করে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফারুক আহাম্মেদ বলেন, ঘটনার পর ছাত্রীটি বিদ্যালয়ে এসে কান্নকাটি করে এবং এক পর্যায়ে শিক্ষিকা চম্পা আক্তারের কাছে সবকিছু খুলে বলে।
পরে বিষয়টি ছাত্রীটির বাবা এবং পুলিশকে জানানো হয়।
বাউসী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, শুভ্রর চরিত্র ভাল নয়। প্রায়ই তার বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়। তিনি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
বারহাট্টা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফরিদ আহাম্মেদ শুভ্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় মেয়েটির দাদা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
সোমবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্যে পাঠানো হবে।
�� / � � �� P� বে।
No comments:
Post a Comment