প্রতিদিন ২৪ ডেস্ক
আদালত থেকে বের হয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস প্রথম আলো অনলাইনকে বলেন, ডেসটিনির রিট আবেদনে পর্যাপ্ত তথ্য-উপাত্তের ঘাটতি থাকায় (প্রিমেচিউর) হওয়ায় আদালত তা খারিজ করে দিয়েছেন। গণমাধ্যমে ডেসটিনির বিরুদ্ধে আপত্তিকর খবর প্রকাশ না করতে একটি সম্পূরক আবেদন করা হলেও আদালত তা আমলে নেননি।
১১ এপ্রিল ওই রিট আবেদনের ওপর আজ মঙ্গলবার আদেশের দিন ধার্য করেন হাইকোর্ট।
সোসাইটির পক্ষে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীন ৮ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন করেন।
বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল সম্প্রতি ডেসটিনি পরিদর্শন করে ব্যাংকের কাছে এ সম্পর্কে একটি প্রতিবেদন জমা দেয়। এরই বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। আবেদনে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি এবং ওই প্রতিবেদনের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পক্ষে করা রিট আবেদন সরাসরি
খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের বৈধতা
চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছিল।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান
আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান
আদালত থেকে বের হয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস প্রথম আলো অনলাইনকে বলেন, ডেসটিনির রিট আবেদনে পর্যাপ্ত তথ্য-উপাত্তের ঘাটতি থাকায় (প্রিমেচিউর) হওয়ায় আদালত তা খারিজ করে দিয়েছেন। গণমাধ্যমে ডেসটিনির বিরুদ্ধে আপত্তিকর খবর প্রকাশ না করতে একটি সম্পূরক আবেদন করা হলেও আদালত তা আমলে নেননি।
১১ এপ্রিল ওই রিট আবেদনের ওপর আজ মঙ্গলবার আদেশের দিন ধার্য করেন হাইকোর্ট।
সোসাইটির পক্ষে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীন ৮ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন করেন।
বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল সম্প্রতি ডেসটিনি পরিদর্শন করে ব্যাংকের কাছে এ সম্পর্কে একটি প্রতিবেদন জমা দেয়। এরই বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। আবেদনে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি এবং ওই প্রতিবেদনের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল।
No comments:
Post a Comment