ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেননি
চেম্বার বিচারপতি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনটি ১৯ এপ্রিল আপিল বিভাগের
নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন
আদালত। আজ মঙ্গলবার দুপুরে চেম্বার
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আজ সকালে আপিল বিভাগে আবেদন করেন স্থগিত হয়ে যাওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী তুহিন মালিক।
আদালতে তুহিন মালিকের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন মনজিল মোরসেদ।
মনজিল মোরসেদ অনলাইনকে বলেন, হাইকোর্ট ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তিন মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন। চেম্বার বিচারপতি এ আদেশে স্থগিতাদেশ দেননি। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন আদালত।
আপিল বিভাগে আবেদন জমা দেওয়ার পর তুহিন মালিক প্রথম আলো অনলাইনকে বলেছিলেন, হাইকোর্ট উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন। এর মধ্যে শুধু দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন স্থগিত আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চাওয়া হয়েছে।
গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। এ সময়ের মধ্যে আইন অনুসরণ করে কাউন্সিলরের সংখ্যা ও ওয়ার্ডের সংখ্যা নির্ধারণ করতে বলা হয়েছে। এ ছাড়া ভোটের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করতেও নির্দেশ দেওয়া হয়।
৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৪ মে ডিসিসি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করায় ওই নির্বাচন বন্ধ রাখার দাবি করে গত রোববার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সম্পাদক আসাদুজ্জামান সিদ্দিকী রিট আবেদন করেন।
No comments:
Post a Comment