Tuesday, April 17, 2012

ডাকা হতে পারে সুরঞ্জিতকেও


প্রতিদিন ২৪ ডেস্ক

dudak-logo.jpg (280×180)
ছেলে সৌমেন সেনগুপ্তের সেনগুপ্ত টেলিকম ও এর সম্পত্তির বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় সুরঞ্জিত সেনগুপ্তকেও তলব করতে পারে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (প্রতিরোধ) এম এইচ সালাউদ্দিন এ তথ্য জানান। 
এম এইচ সালাউদ্দিন বলেনগতকাল সোমবার বিকেলে সৌমেন সেনগুপ্তের সেনগুপ্ত টেলিকম এবং তাঁর সম্পত্তি ও ব্যবসার বিষয়ে তদন্ত করতে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়। দুদকের উপপরিচালক আকতার হামিদ ভূঁইয়া ও সহকারী পরিচালক মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত এই তদন্ত কমিটি সৌমেন সেনগুপ্তের ব্যক্তিগত আয়ের উত্সব্যবসা ও পারিবারিক সম্পদের হিসাব অনুসন্ধান করে দেখবে।



তিনি বলেন, ‘‘তাদের পরিবারিক ব্যবসা ও অন্যান্য সম্পদের ব্যাপারে খোঁজখবর নেয়া হবে। তবে এখন পর্যন্ত সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে সরাসরি কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে সৌমেনের পারিবারিক সম্পদের হিসাব অনুসন্ধানের ব্যাপারে ঘটনাক্রমেই তাকে তলব বা জিজ্ঞাসাবাদ করতে হতে পারে।’’

সালাউদ্দিন বলেন, ‘‘এ ব্যাপারে এনামুল, মৃধা ও ওমর ফারুকের আর্থিক লেনদেনের বিষয়ে জানতে চেয়ে কেন্দ্রীয় ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি পাঠানো হয়েছে।’’

ডেসটিনির তদন্তের ব্যপারে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় ব্যাংক ও এনবিআরের কাছে ডেসটিনির সব পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাদের আর্থিক লেনদেনের বিষয়ে জানতে চেয়ে চিঠি দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ও এনবিআরের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবে দুদক। তদন্ত মেষ হবার আগে কিছু বলা যাবে না।’’

No comments:

Post a Comment