মানবতাবিরোধী
অপরাধের অভিযোগের মামলায় আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের
বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেয়া দেয়া হবে আগামী ২ মে।
মঙ্গলবার
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।
গোলাম
আযমের বিরুদ্ধে আনীত অভিযোগের নথি পর্যালোচনা করে শেষ করতে না পারায় মঙ্গলবার
অভিযোগ গঠনের আদেশ হয়নি।
এদিকে, গোলাম
আযমের সঙ্গে দেখা করা সংক্রান্ত তার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার
আব্দুর রাজ্জাক ও তার ছেলেকে আগামী শনিবার দেখা করার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
এর
আগে গত ২৯ মার্চ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন
শুনানি করেন প্রসিকিউটর। পরে অভিযোগ গঠনের জন্য ১৭ এপ্রিল আদেশের
দিন ধার্য করেন।
এর
আগে গত ১৯ মার্চ সোমবার ডিফেন্স পক্ষ তাদের বক্তব্য দেয়ার কথা থাকলেও
ট্রাইব্যুনালের এক সদস্য বিচারপতি একেএম জহির আহমেদ অনুপস্থিত থাকায় শুনানি পিছিয়ে
২৫ মার্চ ধার্য করেন ট্রাইব্যুনাল। ওইদিন ২৫মার্চ যুক্তিতর্ক উপস্থপান শেষ না
হওয়ায় পরবর্তী শুনানির জন্য ২৭ মার্চ ধার্য করে দেন ট্রাইব্যুনাল।
ওইদিন
মঙ্গলবার গোলাম আযমের আইনজীবী ব্যারিস্টার আব্দুররাজ্জাক অভিযোগ গঠনের বিরুদ্ধে
যুক্তিতর্ক উপস্থাপন করেন। মঙ্গলবার তাদের বক্তব্য শেষ না করায় ২৮ মার্চ বুধবার
আবারো তার আইনজীবী বক্তব্য দেন ট্রাইবুনালে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক
উপস্থাপনের পর অভিযোগ গঠনের জন্য আগামী ১৭ এপ্রিল তারিখ ধার্য করে দেন আদালত।
No comments:
Post a Comment