সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি জানতে চেয়েছে
আদালত। আজ হাইকোর্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম এবং
মামলার তদন্ত
কর্মকর্তা রফিউল ইসলামকে আগামী কাল আদালতে হাজিরের নিদের্শ দিয়েছে।
মঙ্গলবার বিচারপতি এএইচ এম
শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
মঙ্গলবারের
শুনানিতে আদালত বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা
মনজুরের মামলায় পুলিশ যে তৎপরতা দেখিয়েছিল সাগর-রুনি হত্যা মামলায় পুলিশের সে
তৎপরতা দেখা যায়নি।”
মামলার
শুনানিতে ছিলেন রাষ্ট্রপক্ষের এবিএম আলতাফ হোসেন। তিনি জানান, দুটি মোটিভের বিষয়ে পুলিশ
অগ্রসর হচ্ছে। অন্যদিকে রিটকারী অ্যাডভোকেট মনজিল মোরসেদ প্রশ্ন করেন, “পুলিশ কেন এত নাটকীয়তা করছে?”
এর আগে গত
২৮ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার প্রকৃত কারণ
নির্ণয় ও হত্যাকারীদের কেন গ্রেফতার করা হবে না, তা
জানাতে সরকারের প্রতি রুল জারি করে হাই কোর্ট বিভাগ।
No comments:
Post a Comment