Tuesday, April 17, 2012

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা


ঐতিহাসিক মুজিবনগর দিবসে সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সরকারপ্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ প্রধান হিসেবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকন্যা হাসিনা। পরে আওয়ামী লীগ নেতারা বনানী কবরস্থানে তিন জাতীয় নেতা সৈয়দ নজরুল
ইসলাম, তাজউদ্দিন আহমেদ ও এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা তিন জন এবং এএইচএম কামরুজ্জামানই ছিলেন মুজিবনগর সরকারের কেন্দ্রবিন্দু। কামরুজ্জামানের কবর রাজশাহীতে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার (তৎকালীন মহকুমা)  বৈদ্যনাথ তলার আমবাগানে শপথ নিয়েছিলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার, পরবর্তী সময়ে তা মুজিবনগর সরকার হিসাবে পরিচিতি পায়। মুজিবনগরকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী হিসাবেও ঘোষণা করা হয়।
মঙ্গলবার ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন এবং দেশের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনের কর্মসূচি শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

No comments:

Post a Comment