Sunday, April 8, 2012

অভাবের তাড়োনায় দুই সন্তানকে হত্যার এক নারীর আত্মহত্যা


প্রতিদিন ২৪ ডেস্ক
অভাব-অনটন ও দাম্পত্য কলহের জের ধরে দুই সন্তানকে হত্যার পর রাজবাড়ীর এক নারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ 

রোববার সকালে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রামে বাড়ির আঙিনার আম গাছে আছিয়া বেগম নামে ওই নারীর
ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় 
অপর একটি গাছে ছেলে আসিফ (৫) ও মেয়ে খাদিজার (২) লাশও ঝুলছিল বলে পুলিশ জানায় 

আছিয়া গোলাবাড়ি বনগ্রামের দিনমজুর আমিরুল ইসলামের স্ত্রী 
পাংশা থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আছিয়া পৃথক দুটি ডালে দুই সন্তানকে নাইলনের দড়ি দিয়ে ফাঁস দিয়ে হত্যা করেপরে নিজেও অপর একটি আম গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন 

সকালে প্রতিবেশীদের ডাকে ঘুম থেকে উঠে আমিরুল বাড়ির আঙিনায় এ দৃশ্য দেখতে পায়অভাব-অনটন ও স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে এই ঘটনা ঘটেছে 

ওসি জানান, সকাল ৯টায় লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে 

এ ব্যাপারে পাংশা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে 
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান ওসি 

No comments:

Post a Comment