প্রতিদিন ২৪ ডেস্ক
বিদেশ থেকে আমদানি করা ৮৩
হাজার নকল মোবাইল সেট শাহজালাল বিমানবন্দরে আটক করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন
নিয়ন্ত্রণ কতৃপক্ষ (বিটিআরসি)। রোববার সন্ধ্যায় এসব নকল সেট আটক করতে
বিটিআরসির একটি দল অভিযান চালায়।
আটককৃত
নকল সেটের দাম ১৫ থেকে ২০ কোটি টাকা হবে বলে বিটিআরসির কর্মকর্তারা ধারণা করছেন।
বিটিআরসির
অভিযানে নেতৃত্ব দেয়া ডেপুটেশনে আসা একজন সেনা কর্মকর্তা জানান, রাহা এন্টারপ্রাইজ, এম হোসেন কোম্পানি ও টকস্টার নামে
তিনটি কোম্পানি এসব নকল ও নিম্নমানের সেট আমদানি করে। তিনি বলেন, এসব নকল মোবাইল সেট হচ্ছে নকিয়া, স্যামসাং ও এইচটিসি ব্রান্ডের।
এদিকে
বিটিআরসির চেয়ারম্যান জেনারেল অব. জিয়া আহমেদ বার্তা২৪ ডটনেটকে জানান, ‘‘বিমানবন্দরের কাস্টমস
কর্মকর্তারা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে এই ব্যাপারে মামলা করবেন বলে আশা করছি। বিটিআরসি আইনি কারণে
মামলা করতে পারছে না।’’ তিনি অভিযানে নেতৃত্ব
দেয়া বিটিআরসি টিমের প্রশংসা করেন।
No comments:
Post a Comment