Sunday, April 8, 2012

বেড়েই চলছে অজ্ঞানপার্টির দৈরাত্ত


প্রতিদিন ২৪ ডেস্ক
রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন ব্যবসায়ীসহ তিনজনতাদের অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেতবে অজ্ঞানপার্টি তাদের অচেতন করতে পারলেও দুজনের কাছে থাকা দুই লাখ ২০ হাজার টাকা নিতে পারেনিটাকাগুলো পুলিশের কাছে গচ্ছিত রয়েছেরোববার
এসব ঘটনা ঘটে

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যায় সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জমসেদুলতিনি জানান, মিজানুর বাসযোগে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে বাসে অজ্ঞানপার্টর খপ্পড়ে পড়েনতবে মিজানুর তার কাছে থাকা দুই লাখ টাকা শরীরের মধ্যে লুকিয়ে রাখায় অজ্ঞানপার্টি তা নিতে পারেনি

এদিকে দুপুরে মতিঝিল থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার হওয়া ক্রোকারিজ ব্যবসায়ী শামীম আহমেদও (৫২) তার কাছে থাকা ২০ হাজার টাকা শরীরের বিশেষ স্থানে লুকিয়ে বহন করায় অজ্ঞানপার্টি তা নিতে পারেনি

অন্যদিকে গুলিস্তান এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় কামাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকেতবে তার কাছে থাকা সাত হাজার টাকা নিয়ে গেছে অজ্ঞানপার্টি



No comments:

Post a Comment