Tuesday, April 17, 2012

ডিসিসি: তুহিন মালিকের আপিলের শুনানি বৃহস্পতিবার পূর্ণাঙ্গ বেঞ্চে


ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সংক্রান্ত স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে দক্ষিণের মেয়র প্রার্থী ড. তুহিন মালিকের করা আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামী ১৯ এপ্রিল
বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি শুনানি করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

শুনানিতে তুহিন মালিকের পক্ষে ছিলেন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, রিটকারী অ্যাডভোকেট মনজিল মোরশেদ ও সরকারে সহকারী অ্যাটর্নি জেনারেল এমকে রহমান। তবে নির্বাচন কমিশনের পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

শুনানি শেষে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, “আপিল আবেদনে নির্বাচন বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চাইলেও চেম্বার জজ আদালত স্থগিত না করে তা পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন।”

শুনানির পরে ড. তুহিন মালিকের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, “আগামী ১৯ এপ্রিল বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে স্থগিতাদেশের বিষয়টি শুনানি হবে।”

এ সময় তিনি বলেন, “আমি শুনানিতে বলেছি যে, একটি এনজিও সংস্থার রিটের পরিপ্রেক্ষিতে হাই কোর্ট সিটি করপোরেশনের মতো একটি জন-গুরুত্বপুর্ণ বিষয়ে এমন আদেশ দিতে পারেন না এবং এনজিওর আবেদনে সিটি করপোরেশনের সীমানা নির্ধারণের যে কথা উল্লেখ করে গ্রাউন্ড আনা হয়েছে তা শুধু নতুন সিটি করপোরেশনের বেলায় প্রযোজ্য। ঢাকা সিটি করপোরেশনের মতো এতো পুরাতন সিটি করপোরেশনের জন্য  নতুন করে সীমানা নির্ধারণের মতো বিষয় প্রযোজ্য হবে না।

আর রিটে কোনো প্রার্থীকে বিবাদী করা হয়নি, কারণ দুই সিটি করপোরেশনের সব প্রার্থীই এ নির্বাচন সংক্রান্ত বিষয়ে জড়িত। 

এর আগে সোমবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে দেন হাই কোর্ট। হাই কোর্টের  দেয়া আদেশের পর ঢাকার মেয়র প্রার্থী ড. তুহিন মালিক আপিল আবেদনটি করেন। আবেদনে হাইকোর্টের দেয়া সিটি করপোরেশনের স্থগিতাদেশ স্থগিত চাওয়ার হয়।

No comments:

Post a Comment