Sunday, April 15, 2012

যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক মানের হতে হবে: ড্যান মজিনা


ড্যান-মজিনা.jpg (450×490)ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, “আন্তর্জতিক মান বজায় রেখে দেশীয় আইনে যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চায় আমেরিকা। এ ব্যাপারে যুদ্ধাপরাধ বিষয়ক আমেরিকার বিশেষ দূত তিনবার বাংলাদেশ এসে সরকারকে
পরামর্শ দিয়েছে।”

রোববার সকালে কুড়িগ্রামের চিলমারী ডিএ সরকারি  প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

ড্যান মাজিনা আরো বলেন, “আমেরিকা সকল দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায়। এ জন্য বড় দলগুলোর উচিত আলোচনা করে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসা।”

স্কুল পরিদর্শনের সময় ডাব্লিউএফপি’র বাংলাদেশ প্রতিনিধি ক্রিস্টা রাডার, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল হাসান, উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম ও আরডিআরএস এর প্রকল্প পরিচালক আজিজুল করিম উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment