Wednesday, April 4, 2012

“বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি ভুল বোঝাবুঝি চলছেঃ এফবিসিসিআই


প্রতিদিন ২৪ ডেস্ক

বাংলাদেশ সরকার ও দাতা সংস্থা বিশ্ব ব্যাংকের মধ্যে ভুল বোঝাবুঝি চলছে মন্তব্য করে এর অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চেয়েছেন শীর্ষ একজন ব্যবসায়ী নেতা। 

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ সেখানে উপস্থিত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনাকে উদ্দেশে করে বলেন, “বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি ভুল বোঝাবুঝি চলছে। এই সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার জন্যে আপনার কাছে অনুরোধ করছি। আলোচনার মাধ্যমেই যে কোন সমস্যার সমাধান সম্ভব।” 

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন মজিনা। 
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে এনে কয়েক মাস আগে বিশ্ব ব্যাংক এ প্রকল্পে তাদের অর্থায়ন স্থগিত করে। 

২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার কথা। সংস্থাটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুললেও বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তে এর সত্যতা মেলেনি বলে জানিয়েছে তারা। 
স¤প্রতি এ সেতু নির্মাণে মালয়শিয়া অর্থ দিতে আগ্রহ প্রকাশ করে। 

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার কথা। বাকি অর্থের যোগান দেবে সরকার। 

No comments:

Post a Comment