পয়লা বৈশাখের রাতে কালবৈশাখী ও
শিলাবৃষ্টির ছোবলে রংপুর মহানগরীসহ অঞ্চলের বাড়িঘর, বোরো ধান, পাট, শাকসবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ হাজার
কোটি টাকা বলে জানা যায়।
স্থানীয়
সূত্র জানায়, কালবৈশাখী
ও শিলাবৃষ্টিতে মহানগরীর মোসলেম উদ্দিন ছাত্রাবাসের একটি অংশ ভেঙে যায়। পীরগাছা,
কাউনিয়া, মিঠাপুকুর, তারাগঞ্জ, বদরগঞ্জসহ রংপুর
বিভাগের আট জেলার
সহস্রাধিক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে যায়।
আহত হন শতাধিক মানুষ। হাজার হাজার মানুষ সারারাত খোলা আকাশের নিচে রাত কাটান।
বিদ্যুতের ট্রান্সফরমার বিকল ও লাইন উপড়ে যাওয়ায় এলাকায় ১৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ
বন্ধ থাকে।
কৃষি বিভাগ
জানায়, বদরগঞ্জের
পদাগঞ্জে ছোটবড় ৫০০ বাগানের গুটি আম ঝড়ে যায়। এতে
প্রায় ২০ হাজার চাষী ও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন।
এছাড়া এই
অঞ্চলের এক লাখ হেক্টর জমির পাট, বোরো ধান, শাকসবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে
যায় ৫০ হাজারেরও বেশি গাছপালা। যার মূল্য হাজার কোটি টাকার ওপরে বলে জানান,
রংপুর খামারবাড়ির অতিরিক্ত পরিচালক ড. কালিদাস দেবনাথ।
No comments:
Post a Comment