Sunday, April 15, 2012

হাই কোর্ট বিভাগের ১৫ বিচারক শপথ নিয়েছেন


সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের ১৫ বিচারক শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।

সড়ক ভবনের কাছ থেকে আদালতের রায়ে পাওয়া সুপ্রিম কোর্টের নতুন ভবন এনেক্স  সি ব্লকের নিচতলার অডিটোরিয়ামে রোববার সকালে এ শপথ অনুষ্ঠান
হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. শামসুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।

এর আগে গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে  ১৫জন অতিরিক্ত বিচারককে নিয়োগ দেয় সরকার।

বুধবার দুপুরের পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

নতুন নিয়োগ পাওয়ার বিচারকদের মধ্যে যাদের শপথ পড়ালেন তারা হলেন: বিচারপতি মো. ফারুক (এম. ফারুক), বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি এফ.আর.এম. নাজমুল আহসান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি এ.এন.এম. বশিরউল্লাহ, বিচারপতি আবদুর রব, বিচারপতি কাজী রেজা-উল হক, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি এ.কে.এম. জহিরুল হক, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি মো. হাবিবুল গণি, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি জে.বি.এম. হাসান।

No comments:

Post a Comment