Wednesday, April 4, 2012

পদ্মাসেতু নিয়ে প্রধানমন্ত্রীর বিশদ আলোচনা



প্রতিদিন ২৪ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার মালয়েশিযার বিদায়ী রাষ্ট্রদূত জামালউদ্দিন সাবেহ-এর সঙ্গে
প্রস্তাবিত পদ্মাসেতু নিয়ে বিশদ আলোচনা করেছেন। তবে আলোচনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি
 উল্লেখ্যগত মাসেই মালেশিযার সরকার পদ্মাসেতু প্রকল্পে বিনিয়োগের অনুমোদন দিয়েছে 
জানা গেছেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেনমালয়েশিয়া দুই দেশের পারস্পরিক স্বার্থে শিগগিরই বাংলাদেশী শ্রমিক নিয়োগ শুরু করবে
মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনার জামালউদ্দিন সাবেহ রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাতৎকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন
শেখ হাসিনা বলেন, ‘‘মালয়েশিয়া বাংলাদেশ থেকে আইসিটি বিশেষজ্ঞ এবং ডাক্তার ও প্রকৌশলী নিতে পারে’’
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা জানান
২০০৫ সালে ঢাকায় অনুষ্ঠিত যৌথ কমিশনের শেষ বৈঠকের কথা উল্লেখ করে তিনি এই কমিশন সক্রিয় করার আহ্বান জানিয়ে বলেন, ‘‘মালয়েশিয়া বাংলাদেশ থেকে মানসম্মত তৈরি পোশাকওষুধসিরামিকজুতাপাটজাত সামগ্রীসামুদ্রিক খাদ্য ও কৃষিজাত পণ্য আমদানি করতে পারে’’ তিনি অবকাঠামোগৃহায়নবিদ্যুৎ ও হাইওয়ে খাতে মালয়েশিয়ার বিনিয়োগের আগ্রহে সন্তোষ প্রকাশ করেন
হাইকমিশনার শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘‘তার নেতৃত্বে বাংলাদেশ কৃষিশিক্ষাস্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে’’
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বর্তমানে চমৎকার সম্পর্ক বিরাজ করছে উল্লেখ করে জামালউদ্দিন আশাবাদ ব্যক্ত করেন যে আগামী বছরগুলোতে এই সম্পর্ক আরো জোরদার হবে
তিনি বলেন, ‘‘বাংলাদেশের পেশাজীবীরা মালয়েশিয়ার বিভিন্ন খাতে ভাল করছে এবং সে দেশের উন্নয়নে মূল্যবান অবদান রাখছে’’
হাইকমিশনার বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে আন্তরিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান
বৈঠকে দীর্ঘ প্রতিক্ষিত পদ্মা সেতু নির্মাণ বিষয়ে আলোচনা হয়
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমানএ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিনপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন

No comments:

Post a Comment