প্রতিদিন ২৪ ডেস্ক
ট্রান্সফর্মার নষ্ট হওয়ার দুইদিন পরেও মেরামত না করায় চট্টগ্রামের পাহাড়তলীর কয়েকহাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, পিডিবি’র (পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড) ইঞ্জিনিয়াররা ‘বকশিশ’ পাওয়ার লোভে ইচ্ছে করেই মেরামতে দেরি করে। তবে পিডিবির স্থানীয় অফিস দাবি করছে, বড় ধরনের ক্ষতি হওয়ায় ট্রান্সফর্মার মেরামতে দেরি হচ্ছে। এদিকে বিদ্যুৎ না থাকায় পানি সংকটের কারণে স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
এদিকে গত দুইদিন সারাদেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে। প্রচণ্ড গরমে বিদ্যুৎবিহীন অবস্থায় এলাকায় অনেক শিশু ও বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েছে।
পাহাড়তলীর নর্থ কাট্টলির দারোগাবাড়ী এলাকার একটি ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায় গত শুক্রবার রাতে। এর পর থেকে স্থানীয় নতুন পাড়া, ধোপাপাড়া, মুন্সিপাড়া, মজুমদার, মাঝিবাড়ি, পন্ডিতবাড়ি ও দারোগাবাড়ি এলাকাসহ আশেপাশের এলাকার পাঁচহাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান ‘‘ট্রান্সফর্মার নষ্ট হওয়ার একদিন পরে তা ঠিক করতে নেয়া হয়। পিডিবির লোকজন এখানে এসব সচেতনভাবেই করে।’’
স্থানীয় অনেকেই প্রতিদিন ২৪কে জানিয়েছেন, বিগত বছরগুলোতে দেখা গেছে ট্রান্সফর্মার বা বিদ্যুতের সরবরাহ লাইনে কোনো সমস্যা দেখা দিলে পিডিবির প্রকৌশলীরা দ্রুত মেরামতের জন্য ‘বকশিশ’ দাবি করেন। বকশিশ না পেলে মেরামতে গড়িমসি করেন।
No comments:
Post a Comment