Sunday, April 15, 2012

কওমী মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন


komi-180x160.jpg (180×160)কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষাদানের বিষয় এবং শিক্ষা সনদের সরকারি স্বীকৃতিতে সুপারিশমালা প্রণয়নে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করেছে সরকার। চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক মাওলানা আহমদ শফীকে চেয়ারম্যান করে ১৭ সদস্যের এই কমিশন গঠন করা হয়। রোববার
শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মাওলানা মুফতি রুহুল আমিকে কমিশনের সদস্য সচিব করা হয়।

এই কমিশনকে কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষাদানের বিষয়সহ কওমী মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়নসহ কওমী মাদ্রাসার শিক্ষার স্তর বিন্যাস, শ্রেণী বিন্যাস, শ্রেণী ও বিষয়ভিত্তিক শিক্ষা কারিকুলাম ও সংস্কার সমন্বয়করণ, মূল্যায়ন প্রক্রিয়া নির্ধারণ, শিক্ষার মানোন্নয়ন এবং কওমী মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্ট উন্নয়নমূলক যাবতীয় বিষয়ের রূপরেখা, বিধি প্রণয়ন, ধরন, পদ্ধতি ও প্রক্রিয়া সংক্রান্ত বিষয়াবলি সম্পর্কে সুপারিশ দিতে বলা হয়েছে।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কমিশনের কার্য পরিচালনার জন্য সুবিধাজনক স্থানে একটি অফিসের সংস্থান করবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রয়োজনীয় আর্থিক সংস্থান, সহায়ক জনবল ও সরঞ্জামাদি সরবরাহসহ সাচিবিক দায়িত্ব পালন করবে।

কমিশনের চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, সদস্য সচিব ও সদস্যরা সরকার নির্ধারিত হারে সম্মানী পাবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

No comments:

Post a Comment