Sunday, April 15, 2012

রেলমন্ত্রীর এপিএস ও তাঁর স্ত্রীর সব হিসাব জব্দের নির্দেশ


রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার ও তাঁর স্ত্রী মারজিয়া ফারজানার সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দ করা হিসাবে তথ্য-উপাত্ত আগামী সাত দিনের মধ্যে জানানোরও নির্দেশ দেওয়া
হয়েছে।
বাংলাদেশ ব্যাংকে অবস্থিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (এফআইইউ) থেকে আজ রোববার দেশের সব তফশিলি ব্যাংকের কাছে এ-সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালক ম মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, সন্দেহজনক যেকোনো লেনদেনের তথ্য এফআইইউতে এলে ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের ধানমন্ডি শাখাতে ওমর ফারুকের হিসাবে ৭০ লাখ টাকা জমা পড়ে। পরে সে তথ্য নিয়ম অনুসারে বাংলাদেশ ব্যাংকের এফআইইউতে সন্দেহজনক লেনদেন হিসেবে এসটিআর (সাসপিসাস ট্রেনজেকশন রিপোর্ট) করে ব্যাংকের প্রধান কার্যালয়।
সূত্র জানায়, সন্দেহজনক লেনদেন হিসেবে তথ্য আসায় এফআইইউ আজ ব্যাংকগুলোকে চিঠি দিয়ে ওমর ফারুক তালুকদার ও তাঁর স্ত্রীর সব হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে।

No comments:

Post a Comment