Wednesday, April 18, 2012

যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবেঃ দুদক


duduk-chairman.jpg (400×300)রেলের অর্থ কেলেংকারির ঘটনায় দুর্নীতি দমন কমিশন-দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, ‘‘তদন্তের প্রয়োজনে যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে।’’ সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস, পূর্ব রেলের
মহাব্যাবস্থাপক ও নিরাপত্তা কমান্ডেন্টকে দুদকের জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে পূর্ব রেলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী, নিরাপত্তা কমান্ডেন্ট এনামুল হক সাবেক রেলমন্ত্রী বর্তমানে দফতর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা।

বিকেলে সেগুনবাগিচায় দুদক অফিস থেকে চেয়ারম্যান বেরুবার সময় সাংবাদিকরা অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত ওই তিন কর্মকর্তার বিষয়ে জানতে চান।

অর্থ কেলেঙ্কারির ঘটনায় দুদকের পরবর্তী করণীয় কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘‘অভিযোগ আমাদের কাছে আসলে অথবা আমরা স্বপ্রণোদিত হয়ে অনুসন্ধান করি, এফআইআর করি। তদন্তে অভিযোগ প্রতিষ্ঠিত হলে পূর্ণাঙ্গ তদন্ত হবে। তার অভিযোগপত্র দেয়া হলে বিচারিক আদালত বিচার করবে।’’

তিনি বলেন, ‘‘৭০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় তদন্তের দায়িত্ব দিয়েছি। ৩০ দিনের মধ্যে তদন্ত করে কমিশনের কাছে অনুমোদন নেবে। যদি তদন্তে আরো সময় লাগে সে ক্ষেত্রে সময় দেয়া হবে।’’

সুরঞ্জিত সেনের বিরুদ্ধে তদন্ত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘‘তদন্ত কর্মকর্তা তদন্তের প্রয়োজনে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জিজ্ঞাসাবাদ করবে।’’

ডাইভারকে তদন্তের আওতায় নেয়া হবে তবে তাকে পাওয়া যাচ্ছে না, এ ক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘‘আজ পাওয়া যাচ্ছে না, কাল পাওয়া যাবে।’’

গত ৯ এপ্রিল পিলখানায় সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক ৭০ লাখ টাকাসহ আটক ও পরে উদ্ধার হওয়ার ঘটনায় রেলের পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা হয়। এই ঘটনায় দুদক তদন্তের ব্যবস্থা নেয়। দুদকের স্পেশাল ইকোয়েরি অ্যান্ড ইনভেস্টিগেশন পরিচালক কোয়াড্রন লিডার তাহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি টিম তদন্ত শুরু করে। 

No comments:

Post a Comment