মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি
ক্লিনটন বলেছেন, যুক্তরাষ্ট্রে
বসবাসকারী সম্প্রদায়ের মাধ্যমে বাংলার শক্তিশালী ও সমৃদ্ধ ঐতিহ্য মার্কিন
নাগরিকদের প্রভাবিত করেছে। এর মাধ্যমে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে যুক্তরাষ্ট্রের
সাংস্কৃতিক
অবয়ব।বৃহস্পতিবার বাংলা নববর্ষ উপলক্ষে বিশ্বের বাংলা ভাষাভাষী জনগণকে দেয়া শুভেচ্ছা বাণীতে হিলারি এ মন্তব্য করেছেন। ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
হিলারি ক্লিনটন বলেন, “বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রেসিডেন্ট ওবামা এবং যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বিশ্বব্যাপী বাঙালি সম্প্রদায়কে আমার প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। এ সময়টিতে বাঙালিরা তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে নাচ-গান, চলচ্চিত্র ও রসনাবিলাস থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে খ্যাত সাহিত্য ও কবিতা দিয়ে বরণ করে নেয়। যুক্তরাষ্ট্রে প্রবাসী সম্প্রদায়ের মাধ্যমে ছড়ানো বাংলার এই শক্তিশালী ও সমৃদ্ধ ঐতিহ্য মার্কিন নাগরিকদেরও প্রভাবিত করেছে, যা বছরের পর বছর আমাদের সাংস্কৃতিক অবয়ব গড়ে তুলছে। জাতীয় ও ধর্মীয় বিভেদ ভুলে একটি সম্মিলিত ইতিহাস ও উজ্জ্বল প্রতিশ্রুতিময় ভবিষ্যত্ প্রত্যাশায় সব বাঙালি ধর্ম-জাতি নির্বিচারে একসঙ্গে মিলিত হচ্ছে।”
No comments:
Post a Comment