Thursday, April 12, 2012

এতো সময় ধরে বলছেন কেন: সাঈদীর তদন্তকর্তাকে ট্রাইব্যুনাল


image_851_80031.jpg (600×354)মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তার মামলার তদন্তকারী কর্মকর্তা হেলালউদ্দিনের জবানবন্দি পঞ্চম দিনের মত শেষ হয়েছে।

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে
তিন সদস্যের ট্রাইব্যুনাল এ জবানবন্দি গ্রহণ করেন।

সাঈদীর বিরুদ্ধে তার মামলার তদন্তকারী হেলালউদ্দিন তার  জবানবন্দিকালে সাঈদীর বিরুদ্ধে পিরোজপুর, খুলনা ও ঢাকাসহ বিভিন্ন থানায় থাকা ১৬টি মামলার নথি উপস্থাপন করেন।

এ সময় ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি একেএম জহির আহমেদ বলেন, ‘‘আপনি এখন যেসব মামলার নথিপত্র উপস্থাপন করলেন, এ মামলার সাথে ট্রাইব্যুনালে আনীত সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সাথে কোনো সংযুক্ত আছে কি না, তা বলেন। তখন তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ‘‘না, স্যার।’’

জহির আহমেদ বলেন, ‘‘তাহলে এসব মামলার ঘটনা কেন এতো সময় ধরে বলছেন।’’

এর আগে সকাল থেকে সাঈদীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা তার জবানবন্দিতে বলেন, ‘‘একাত্তর সালে সাঈদী তার পরিবার নিয়ে পাড়েরহাট বন্দরে অবস্থান করেন। এ সময় সাঈদী স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করেন বলে জানা যায়।’’

কর্মকর্তা হেলালউদ্দিন তার জবানবন্দিতে বলেন, ‘‘একাত্তর সালে মুক্তিযুদ্ধের পূর্বে সাঈদীর আর্থিক অবস্থা ভাল ছিল না। স্বাধীনতার পর পর তার অবস্থার উন্নতি হতে থাকে এবং তার পরিচিতি বাড়তে থাকে।’’

তদন্তকারী বলেন, ‘‘১৯৭৫ সালে খুলনা শহর থেকে সাঈদীকে গ্রেফতার করে ঢাকার এসবিতে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা বলে তাকে আটকাদেশ দেয়া হয়। পরে তিনি রিট করে মুক্তি পান।’’

তদন্তকারী হেলালউদ্দিন আরো বলেন, ‘‘১৯৭১সালের পর থেকে তার অবস্থার পরিবর্তন হয়। ১৯৮১ সালে ঢাকার শহীদবাগ এলাকায় সাড়ে তিন কাঠা জমির উপর নিজ মালিকানায় একটি পাঁচতলা বিল্ডিং তৈরি করেন।’’

হেলালউদ্দিন সাঈদীর বিরুদ্ধে ঢাকার পল্টন, রমনা, উত্তরা থানাসহ দেশের অনেক জায়গায় করা ১৬টি মামলার নথিপত্র উপস্থাপন করেন।

এ ছাড়া তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিবরণকালে ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ আলামত হিসেবে প্রদর্শন করেন।

এরপর ট্রাইব্যুনালে ৭ মার্চের ভাষণটি মাল্টিমিডিয়া প্রজেক্টরে দেখানো হয়।

এর আগে সকালে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

পঞ্চম দিনের জবানবন্দি গ্রহণ শেষে ট্রাইব্যুনাল আগামী ১৭ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করেন।

No comments:

Post a Comment