Sunday, April 15, 2012

বিদ্যুৎ নিয়ে তথ্যের বিভ্রান্তি রয়েছে: অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদ্যুতের উৎপাদন ও চাহিদা নিয়ে তথ্যের বিভ্রান্তি রয়েছে। এ খাতে সঠিক চিত্রের প্রতিফলন আমরা দেখতে পাই না। আজ সকালে ২০১২-১৩ অর্থবছরের বাজেট নিয়ে সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসার আগে
মুহিত একথা বলেন। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে ওই বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সচিব উপস্থিত ছিলেন।
তিনি বলেন, নতুন বাজেটে  বিদ্যুতের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা একটি প্রতিবেদন উপস্থাপন করব। প্রতিবেদনে ২০০৯ সালের পর বিদ্যুৎ খাতে মোট কতগুলো দরপত্র হয়েছে, কতগুলো কেন্দ্র উৎপাদনে গেছে, কতগুলো বন্ধ রয়েছে, সুনির্দিষ্ট করে সব তথ্য থাকবে। আগামী বাজেটে পূর্ণাঙ্গ জেলা বাজেট ঘোষণা করা হবে বলেও জানান তিনি। 

No comments:

Post a Comment