Wednesday, April 4, 2012

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন প্রস্তাবঃ সরকারের নাকচ



প্রতিদিন ২৪ ডেস্ক

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠনের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে সরকার। 
শনিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার সঙ্গে এক বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য ব্যাংকের নতুন এমডি নিয়োগ দেওয়ার জন্য ড. ইউনূসের নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি করার প্রস্তাব দিয়েছেন। 

তবে সরকার এই প্রস্তাবে ‘কোনোভাবেই’ রাজি নয় জানিয়ে মুহিত বলেন, “নতুন এমডি মনোনয়নের ক্ষেত্রে সাবেক এমডির (ইউনূস) কোনো ভূমিকা থাকা উচিৎ নয়। এ ব্যাপারে এটাই সরকারের দৃষ্টিভঙ্গি।” 

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড্যান মজিনা বলেন, “আমরা চাই গ্রামীণ ব্যাংকে একজন যোগ্য লোক এমডি হিসাবে মনোনয়ন পাক।” 

অনুমোদন না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত বছর ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে ইউনূস উচ্চ আদালতে গেলেও তা খারিজ হয়ে যায়। 

তবে আপিল বিভাগের ওই আদেশ পুনর্বিবেচনার জন্য গত ডিসেম্বরে একটি আবেদন করেছেন ইউনূস, যিনি ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনের চেষ্টার স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয় করেন। 

২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠার পর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। 

ইউনূসকে অপসারণের পর অর্থমন্ত্রী একাধিকবার বলেছিলেন, একটি অনুসন্ধান কমিটি করে গ্রামীণ ব্যাংকে নতুন এমডি নিয়োগ দেওয়া হবে। তবে এখন পর্যন্ত সেই কমিটি গঠিত হয়নি। 

ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান বর্তমানে ভারপ্রাপ্ত এমডি হিসাবে দায়িত্ব পালন করছেন। 

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো অপারশেন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট-টিফা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 

শিগগিরই এটি মন্ত্রিপরিষদে তোলা হবে বলেও উল্লেখ করেন তিনি। 

No comments:

Post a Comment