Saturday, April 14, 2012

নববর্ষের দিনে ভারতের উপহার একটি লাশ


BSF.jpg (468×321)চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা সীমান্তে শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত বাংলাদেশীর নাম ফারুক হোসেন (২৫)। তিনি উপজেলার চৌকা গ্রামের জসিম উদ্দীনের ছেলে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিহতের খবর
নিশ্চিত করলেও ওই নাগরিক বাংলাদেশী না ভারতীয় তা জানাতে পারেনি।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে চারটার দিকে পারচৌকা সীমান্তের ৭৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার-সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন ফারুক। এ সময় বিএসএফের সবদেলপুর ক্যাম্পের জওয়ানরা তাকে লক্ষ্য গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। তার লাশ সীমান্তের ভারতীয় অংশে পড়ে ছিল বলে জানা গেছে।

No comments:

Post a Comment