Saturday, April 14, 2012

কুষ্টিয়ায় জামায়াতের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৮


Kustia-0001.jpg (509×435)কুষ্টিয়ার কুমারখালীর পান্টিতে ছাত্রশিবিরের এক কর্মী নিহতের ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনে কুষ্টিয়া সদর থানায় ১০ জনের নাম উল্লেখসহ ৩০ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রেকর্ড করেছে পুলিশ।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ এ মামলার আসামি কুষ্টিয়া থানা জামায়াতের রোকন সালামত উল্লাহ, শহর জামাতের আমির মোহাম্মদ আলীসহ আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, জামায়াত নেতা কর্মীরা বাঙালি সংস্কৃতির নববর্ষের কর্মসূচিকে বানচালের লক্ষ্যে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত থাকায় তাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করা হয়েছে।

No comments:

Post a Comment