পহেলা বৈশাখে সম্ভাব্য নাশকতা ঠেকাতে রমনা বটমূল ও আশপাশ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে থাকছে ২০ হাজারের অধিক নিরাপত্তা কর্মী। রমনা ও এর আশপাশ এলাকায় থাকবে ১০ হাজার। এর মধ্যে ঢাকায় র্যাবের আড়াই হাজার সদস্য ও সারাদেশে সাড়ে পাঁচ হাজার সদস্য মাঠে থাকবে বলে বৃহস্পতিবার
সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে জানান র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান।
গোয়েন্দা সূত্র জানায়, ঢাকা শহরে ২০ হাজার পুলিশ নানা বেশে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। বটমূলের চারপাশকে ঘিরে থাকবে ক্লোজ সার্কিট ক্যামরা এবং বিস্ফোরক শনাক্ত করার অত্যাধুনিক যন্ত্রপাতি। সোমবার থেকে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে।
No comments:
Post a Comment