সাংবাদিক
দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় এখন পর্যন্ত তদন্তে পুলিশ ব্যর্থ
হয়েছে বলে স্বীকার করলেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশের উপকমিশনার
মনিরুল ইসলাম। আদালতের নির্দেশে হাজির হয়ে তিনি আজ বুধবার
হাইকোর্টে এ কথা বলেন। এদিকে
এ হত্যা মামলার তদন্ত র্যাব কর্মকর্তা দিয়ে করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মামলাটি র্যাবের কাছে স্থানান্তর করতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) প্রতি এ
নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার নিচে নয় এবং ৪৫ বছর
বয়সের নিচে নয়, এমন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করাতে বলা হয়েছে।আজ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত তদন্তের অগ্রগতি দেখতে একটি তদারক কমিটি গঠন করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন।
আদালত ডিআইজি পদমর্যাদার নিচে নয় এমন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে পুলিশ, র্যাব ও সিআইডি কর্মকর্তাদের মধ্যে যাঁদের এ কাজে অভিজ্ঞতা আছে, তাঁদের তদন্ত দলে রাখার নির্দেশ দিয়েছেন।
আদালতের নির্দেশে মামলার নথিপত্র নিয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে হাইকোর্টে হাজির হন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. রবিউল আলম। গতকাল হাইকোর্ট তাঁদের তলব করেছিলেন।
তদন্তের অগ্রগতি সম্পর্কে ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম আদালতে বলেন, ‘এখন পর্যন্ত ব্যর্থ।’
No comments:
Post a Comment