Tuesday, April 17, 2012

তদন্ত কর্মকর্তাসহ দুই পুলিশের কর্মকর্তা আদালতে


সাগর-রুনি হত্যাকাণ্ড মামলায় আদালতের নির্দেশে মামলার নথিপত্র নিয়ে হাইকোর্টে হাজির হয়েছেন তদন্ত কর্মকর্তাসহ পুলিশের দুই কর্মকর্তা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা আদালতে হাজির হন। এই দুই কর্মকর্তা হলেনঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি দক্ষিণ)
পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. রবিউল আলম। 
গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে দুই কর্মকর্তাকে তলব করেছিলেন। 
গত ২০ মার্চ পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের ২২ মার্চের মধ্যে হত্যা মামলার বিষয়ে অগ্রগতির প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এর ধারাবাহিকতায় পুলিশের পাঠানো প্রতিবেদন গতকাল আদালতে উপস্থাপন করে পড়ে শোনান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। হত্যার কারণ উদ্ঘাটনের বিষয়ে নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিটটি করেছিল।


No comments:

Post a Comment