Monday, April 16, 2012

‘অনেক সংবাদ সৃষ্টি করেছি আজ নিজেই শিরোনাম হলাম’


পদত্যাগের ঘোষণা দিয়ে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সংবাদ সম্মেলনে বলেন, সব সময় গণমাধ্যমের সঙ্গে আমার হৃদ্যতা ছিল। কখনও নিজেই সংবাদ সৃষ্টি করে সহযোগিতা করেছি। কখনও কখনও নিজেই সংবাদের শিরোনাম হয়েছি। আজ আবারও শিরোনাম হয়ে
আপনাদের সহযোগিতা করলাম। 
রেলের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, রেলের অধিকাংশ কর্মকর্তা কর্মচারি সৎ এবং নিরলস পরিশ্রম করেন। কতিপয় লোকের জন্য মন্ত্রণালয়ের বদনাম করা ঠিক নয়। তদন্তের অব্যাহত অগ্রগতির স্বার্থে যেমন রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তেমনি তদন্তের স্বার্থে তা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আমি কোন কথা বলবো না। 
ঘটনার সঙ্গে তার কোন ধরনের সম্পৃক্ততা ছিল না দাবি করে তিনি বলেন, আমার বক্তব্য তদন্ত কাজে বিঘ্ন ঘটাবে তা আমি চাই না। আশা করি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উৎঘাটিত হবে। সত্য উৎঘাটিত হলে নিজেকে নির্দোষ প্রমাণ করে রাজনীতিতে আবারও সোচ্চার হতে পারবো। তিনি বলেন, গণমাধ্যম, সুশীল সমাজ ও বিরোধী দলের পক্ষ এই ঘটনার পর মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা সমীচীন নয় বলে অভিমত ব্যক্ত করেছেন। আমি তাদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। উপস্থিত সংবাদ কর্মীদের উদ্দেশ্যে তার বক্তব্য শেষে বলেন, আজকে আমি কোন প্রশ্ন নেবো না কোন প্রশ্নের উত্তরও দেবো না। আপনাদের সকলের সহযোগিতা ও সহমর্মিতাই আমি কামনা করি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, শৈশব থেকেই চ্যালেঞ্জ সৃষ্টির রাজনীতি করে আসছি। দীর্ঘ পথ পরিক্রমায় নতুন মাত্রা যোগ করতে আমি অনেক নি:সঙ্গ সিদ্ধান্ত নিয়েছি। আজকে একটি সঙ্কটময় রাজনীতির মুহুর্তে আমি একটি দ্বন্ধের মুখোমুখি। আমার সামনে কঠিন পথ। যেনতেন প্রকার সকল আলোচনা সমালোচনাকে উপেক্ষা করে ক্ষমতায় আকড়ে থাকা অথবা দল, সরকার এবং সরকার প্রধানের ভাবমুর্তি উজ্জ্বল করার চ্যালেঞ্জ,নেয়া। দেশের প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ সবার জীবনে আসে না। সুযোগের সৎব্যবহার করে ইতিহাস সৃষ্টি করার দুঃসাহস অনেকে দেখায় না। আমি ভেবে চিন্তে দ্বিতীয় পথ বেছে নেয়াকে সমীচীন মনে করেছি। আমি উচ্চ কণ্ঠে বলতে চাই দল, সরকার এবং দলের নেত্রীর আমি বোঝা হতে চাই না। আমি তাদের ভাবমুর্তি উজ্জ্বল হোক সেটাই চাই। সংবাদ সম্মেলনে রেল মন্ত্রণালয়ের সচিব ফজলে কবির ও রেলের মহাপরিচালক আবু তাহের উপস্থিত ছিলেন। 

No comments:

Post a Comment