Friday, April 13, 2012

বর্ষ বরণ:১৪১৯


576064_328613790535212_273021646094427_866534_589663560_n.jpg (597×480)


ভোর  ছয়টায় সকালের সুরের আলাপ দিয়ে শুরু হয়েছে ছায়ানটের অনুষ্ঠান। রাত পোহানোর আগেই সব প্রস্তুতি সম্পন্ন করে ছায়ানটের কর্মীরা। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার উদ্দীপনার এই আয়োজনে মিলেমিশে থাকছে সকাল, প্রকৃতি, দেশ আর মাটির সোঁদা গন্ধ। সাথে মিশে আছে রঙ। আর রঙের ছটায় রঙীন
চারিদিক। বৈশাখ বরণের প্রথম প্রহরে সূরের আলাপ চলে প্রায় আধঘন্টা। বাংলার পঞ্চকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্তসহ লোকগানের একক ও দলীয় পরিবেশনার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। ছায়ানটের শিল্পীদের রুচিশীল সঙ্গীত উপভোগ করতে প্রাণের বন্যা বয়ে যায় রমনায়।  বর্ণিল পোশাকে সজ্জিত অগণিত নারী-পুরুষ-শিশু যোগ দিয়েছে প্রাণের এ মিলনমেলায়। 

No comments:

Post a Comment