Saturday, April 14, 2012

পান্তা-ইলিশ খেতে বসে উপুর্যপুরি বটির কোপে


প্রতিদিন ২৪ ডেস্ক
 বৈশাখের উৎসব পর্বকে মৃত্যুর শোকে পরিণত করেছে চাচাতো ভাইয়ের বটির কোপ। পান্তা-ইলিশ খেতে বসে উপুর্যপুরি বটির কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শফিকুল ইসলামের (২৮)। ঘাতক ভাই মোহাম্মদ আলীকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।  
রাজধানীর লালমাটিয়ার ১ নম্বর ব্লকের ১/৯ প্লটে  কম্পিউটার ইজ
লিমিটেড নামে এক দোকানের ভেতরে পহেলা বৈশাখ (শনিবার) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহানের দাবি, ওই দোকানের কর্মচারী শফিকুল ও মোহাম্মদ আলী সম্পর্কে চাচাতো ভাই। সকালে দোকানের আয়োজনে পান্তা-ইলিশ খেতে বসে দুজন। খাওয়াকে কেন্দ্র করে দুভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা গড়ায় সহিংসতায়। মোহাম্মদ আলীর উপুর্যপুরি বটির কোপে ঘটনাস্থলেই প্রাণ হারায় শফিকুল।  

তিনি আরো বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। মোহাম্মদ আলীকে আটক করি। শফিকুলের পরিবার মামলা করবে বলে জানিয়েছে। লাশ পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে।

No comments:

Post a Comment