Sunday, April 15, 2012

রঞ্জিত সেনগুপ্তকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী:সুরঞ্জিতের আজ সংবাদ সম্মেলন

2012-04-10-19-40-58-4f848cca99268-untitled-11.jpg (340×233)
অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়া রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে পদত্যাগ করতে  বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে গণভবনে তলব করে এ কথা বলেছেন তিনি। সংশ্লিষ্ট একাধিক সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার রাত ৯টার দিকে সুরঞ্জিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন। রাত ১০টা ২২ মিনিটে গণভবন থেকে বের হন
তিনি।
আলোনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তকে পদত্যাগ করার জন্য বলে দেবেন এমনটা ধারনা আগে থেকেই করছিলেন দলের সংশ্লিষ্ট একাধিক নেতা।
সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী আলোচনার সময় সুরঞ্জিতের প্রতি তার অসন্তুষ্টির কথা জানিয়েছেন। এবং বলেছেন তিনি নির্দোষ হলে তা তাকেই প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী তাকে বলেন, হয় নিজেকে নির্দোষ প্রমাণ করুন নয় পদত্যাগ করুন।
সূত্র জানায়, সুরঞ্জিত এসময় প্রধানমন্ত্রীকে বলেছেন তিনি দোষী নন, তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা চান। অবশ্য এর উ্ত্তরে প্রধানমন্ত্রী অবশ্য কিছু বলেননি।
এদিকে সোমবার দুপুর ১২টায় রেলভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সুরঞ্জিত
এদিকে রোববার সন্ধ্যা থেকেই সুরঞ্জিতের পদত্যাগের জোর গুঞ্জন শোনা যাচ্ছিলো। বিভিন্ন মহলেই এ নিয়ে কানা ঘুষাও চলছিলো। রাতে সুরঞ্জিত সেনগুপ্তকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে পাঠানোয় তা আরও জোরদার হয়।
সূত্র জানায়, পুরো সময়টিই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন সুরঞ্জিত সেনগুপ্ত। তবে বের হয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।
সুরঞ্জিত সেনগুপ্ত বের হওয়ার পরপরই গণভবন থেকে বের হন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে তিনি আলোচনার সময় উপস্থিত ছিলেন কী না তা জানা যায়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা এর আগেই বাংলানিউজকে জানান, ‘খুব সম্ভবত সুরঞ্জিতকে পদত্যাগ করতে বলা হতে পারে।’
অপর একটি সূত্র জানায়, রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবভনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে দেখা করতে গেলে সেখানেও সুরঞ্জিতের বিষয়টি নিয়ে আলোচনা হয়।
পরে প্রধানমন্ত্রী দলের সিনিয়র কয়েকজন নেতাকে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার বিষয়টি জানিয়ে বলেন, সেই আলোচনার ভিত্তিতেই তাকে গণভবনে ডাকা হয়েছে।
আরেকটি সূত্র জানায়, আগামীকাল সোমবারের মন্ত্রিসভার বৈঠকে সুরঞ্জিত সেনগুপ্ত যাতে উপস্থিত না থাকেন সে জন্য প্রধানমন্ত্রী এরই মধ্যে ঘনিষ্ট কয়েকজনকে বলে দিয়েছেন।
গত ১১ এপ্রিল দুপুরে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে ৯ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সুরঞ্জিত সেনগুপ্ত।
আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে সুরঞ্জিত যাচ্ছেন না তা এখন অনেকটাই নিশ্চিত। দুপুর ১২টায় তিনি যে সংবাদ সম্মেলন ডেকেছেন সেখান থেকেই পদত্যাগের ঘোষণা আসতে পারে এমনটাও ধারণা করছেন সংশ্লিষ্ট অনেকে।
রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে ঝিকাতলায় নিজ বাসভবনে গেলে সেখানে কয়েকজন সাংবাদিক সুরঞ্জিতের সঙ্গে কথা বলতে চান। এসময় সুরঞ্জিতের একজন সহকারী বাইরে এসে জানান, তিনি যা বলবার সোমবারের সংবাদ সম্মেলনে বলবেন।

No comments:

Post a Comment