Tuesday, April 17, 2012

ধাক্কা দেয়া কার্গো আটক


মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায়  মেঘনা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় শরীয়তপুর-১ নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে প্রায় ১৫০ যাত্রী মারা যায়। ঘটনার একমাস চারদিন পর ওই কার্গোটি আটক করতে সক্ষম
হয়েছে বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ড।

মঙ্গলবার দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় মেঘনা নদী থেকে ‘এমভি সিটি-১’ নামে ওই কার্গোটি আটক করা হয়।

এ সময় কার্গোতে থাকা ১২ শ্রমিককেও আটক করা হয়েছে। কার্গোতে কোনো মালামাল ছিল না। এটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

আটককৃতরা হলেন- কার্গোর মাস্টার সহিদুল ইসলাম (৫৪), ড্রাইভার আমির হোসেন (৪২), সুকানি মোহাম্মদ জাফর (২৭), গিজার মোহাম্মদ রফিকুল ইসলাম (৩৫), মোহাম্মদ সহিদ (২৫), বাবুল হোসেন (২৮), নিয়ামত (১৯), সানোয়ার হোসেন (৩২), মোহাম্মদ ইউসুফ (১৯), মোহাম্মদ নুরজ্জামান (২৮), সৈয়দ মোবারক আলী (২২) ও সমনির হোসেন (৩২)।

No comments:

Post a Comment