চট্টগ্রামে নিখোঁজ হওয়ার প্রায় ২৮ ঘণ্টা পর ফিলিপাইনের নাবিক
রিকার্ডো গ্যালেনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে
পতেঙ্গা বিচ সংলগ্ন আলফা অ্যাংকরেজ এলাকা থেকে কোস্টগার্ডের একটি পেট্রোল বোট তার
লাশ
উদ্ধার করে।কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার মুস্তাফিজ জানান, উদ্ধারের পর লাশটি পতেঙ্গা থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
পতেঙ্গা থানার উপ-পরিদর্শক মো. আক্তার জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
জার্মান পতাকাবাহী জাহাজ এমভি স্টেডন হামবুর্গ থেকে গত সোমবার ভোররাতে জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন ফিলিপাইনের নাবিক রিকার্ডো গ্যালেন।
No comments:
Post a Comment